More Quotes
পলকেই দেখা যায় তাকে। আবার পলকেই বিলীন মন তো তৃণ নয়। তবু কেন ছুটে যায় সোনার হরিণ
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই
নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে, আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে
রোমান্টিক বাংলা স্ট্যাটাস
রোমান্টিক বাংলা উক্তি
রোমান্টিক বাংলা ক্যাপশন
ক্লাসে
সবাই হেঁটে হেঁটে যাবে
হঠাৎ’ই ডুবেছি ছাই। তার চুলে বাঁধা ফিতে, আমিও দিতে চাই মন। যদি তুমি চাও নিতে
কাজল চোখে মাঞ্জা দিলে আর বুকের ভেতর ছুরি, তোমার ঠোঁটেই কাটলো শেষে। এই বালকের ঘুড়ি।
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
কেউ যখন সত্যিকারের ভালোবাসায় প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেই ভালোবাসা আজীবন টিকে থাকে।
তোর ওই ঠোটের কোনে তিল, আমার বুকের মাঝে ছুড়েছে ঢিল
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?