#Quote
More Quotes
লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা, তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।
ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি, এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।
আমার আমি কখন তোমাতে হারিয়ে গেছি বুঝতেই পারিনি। তোমাতে বিভোর হয়ে আমি নিজেকে কখন বিলীন করে দিয়েছি, সেটাও বুঝতে পারিনি।
হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ- তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক
কত শত স্বপ্ন সাজাই তোমায় ভালোবেসে, তোমায় চোখে হারাই খুঁজে বেড়াই আমার চারপাশে।
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে- তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে- লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে
শাড়ি পড়লে তোমাকে যেন সমস্ত সৌন্দর্য এসে ঘিরে ধরে ও সৃষ্টিকর্তা বাঁচাও আমায় আমি যে বিলীন হয়ে যাব।