#Quote

পলকেই দেখা যায় তাকে। আবার পলকেই বিলীন মন তো তৃণ নয়। তবু কেন ছুটে যায় সোনার হরিণ

Facebook
Twitter
More Quotes
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
বৃষ্টিস্নাত কাঠগোলাপের মতোই তুমি অনন্য অসাধারণ হয়ে ওঠো। আমি না হয় তোমাতেই বিলীন হয়ে যাই।
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
নাম না জানা পথে ছুটে চলি যেন বার বার! সেখানে গেলে হয়তো খুঁজে পাবো তোমায় আবার।
তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি, নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।
মধ্যবিত্ত ঘরের সন্তানদের সকলের কথা ভাবতে গিয়ে এবং সকলের প্রয়োজন মেটাতে গিয়ে তাদের নিজের স্বপ্ন অজানায় বিলীন হয়ে যেন মরে যায়।
শুনে আসি চলো, যমুনার ধারে- যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে
আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘরজনী, দীর্ঘ বরষ-মাস ।যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত পাই গো। - রবীন্দ্রনাথ ঠাকুর