#Quote
More Quotes
দিগন্ত পেরিয়ে এসে। বেহালার সুরে- এ হৃদয়ে উঠেছিলো সে। দুপায়ে, নূপুরে
সৌন্দর্যটা বর্ণনাতীত চোখের কাজলে ঝরুক শ্রাবণ চাঁদেরও যে কলঙ্ক আছে জোৎস্নার স্নিগ্ধতায় নামুক প্লাবন।
তুমি কত রূপ ধরে পড়েছ অঙ্গে, কতো যে রূপকার কত হৃদয়ে যে বলি হল তাই, কতো যে হাহাকার।
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
কত ছলে কত বলে তোমার কাছে আসি, তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
শুনে আসি চলো, যমুনার ধারে- যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে
হারিয়ে যাওয়া নিঃস্ব ছেলে। এই অন্ধকারের দ্বীপে, চাঁদের মতোই লেপ্টে থাকুক তোর কপালের টিপে।