More Quotes
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি, নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।
দিগন্ত পেরিয়ে এসে। বেহালার সুরে- এ হৃদয়ে উঠেছিলো সে। দুপায়ে, নূপুরে
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া
আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে, আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
এ এক মায়াবী জাদু। যার নেশা কাটছেনা মোটে, কি এমন মাদক মিশিয়েছিলি বল? নিজের দুঠোঁটে
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে- লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই
আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য, ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।