More Quotes
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে- তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে
হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ- তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক
হারিয়ে যাওয়া নিঃস্ব ছেলে। এই অন্ধকারের দ্বীপে, চাঁদের মতোই লেপ্টে থাকুক তোর কপালের টিপে।
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া
নারী, সেই এক তিল কম আর্ত রাত্রি তুমি।
হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।
আকাশ ছোঁয়া সুখের মতো তোমার ভালোবাসা, আমার হৃদয়ে তোমার যেনো নিত্য যাওয়া আসা
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে
তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি, নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।