#Quote

হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।

Facebook
Twitter
More Quotes
তুমি বোঝো? কতো ভালোবাসি তোমাকে? যতটা আকাশ তার বিশাল বুকে, মেঘকে ধরে রাখে।
শহর জুড়েই কৌতূহল, মৌনতা সব ভীড় বাঁকে, দুদিন ধরে পড়ছি কেবল, তোমার চোখে মির্জাকে।
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।
তোমার শরীরের গন্ধে কৃষ্ণচূড়ার ঘ্রাণ মিশে আছে।
ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি, এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে
মেয়েরা পুরুষের হৃদয় এক নিমিষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের হৃদয় নিজেরা চিনতে পারে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়