#Quote
More Quotes
নীল নবঘনে আষাঢ় গগণে,তিল ঠাই আর নাহিরে,ওগাে,আজ তােরা যাসনে ঘরের বাহিরে|
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া
তুমি কত রূপ ধরে পড়েছ অঙ্গে, কতো যে রূপকার কত হৃদয়ে যে বলি হল তাই, কতো যে হাহাকার।
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে
ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে! প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!
শুনে আসি চলো, যমুনার ধারে- যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি, এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।
কতো করুনায় চাতকের মতো চেয়ে থেকেছি, যতবার দেখেছি তোমায়, ততবার তৃষিত হয়েছি।
যেন তোমাকেই ভালবেসেছি শতরূপে বহুবার, ভালোবাসায় হাজার প্লাবনে ভেসে গেছি কতোবার।