#Quote
More Quotes
হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।
শহর জুড়েই কৌতূহল, মৌনতা সব ভীড় বাঁকে, দুদিন ধরে পড়ছি কেবল, তোমার চোখে মির্জাকে।
কালাপাহাড়, মোহিতলাল-কাব্যসম্ভার -মোহিতলাল মজুমদার, প্রকাশক- মিত্র ও ঘোষ, কলিকাতা, প্রকাশসাল- আষাঢ়।
তোর ওই ঠোটের কোনে তিল, আমার বুকের মাঝে ছুড়েছে ঢিল
হঠাৎ’ই ডুবেছি ছাই। তার চুলে বাঁধা ফিতে, আমিও দিতে চাই মন। যদি তুমি চাও নিতে
এ এক মায়াবী জাদু। যার নেশা কাটছেনা মোটে, কি এমন মাদক মিশিয়েছিলি বল? নিজের দুঠোঁটে
আপনি আমাকে অধিকার করুন, একবার ভালোবাসে ছুঁয়ে দেবো! বিনিময়ে আপনার শতকনা ভালোবাসা, হাজার গুণ প্রানবন্ত করে ফিরিয়ে নেবো।
ও আষাঢ়ের বেলি ও, ও শ্রাবণের বেলি ও। বাদলাদিনের মাদল গানে, উতলরাতে হাওয়ার টানে- ভালোবেসে আমার পানে পাপড়ি তোমার মেলিও।
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর
নীল নবঘনে আষাঢ় গগণে, তিল ঠাই আর নাহিরে। ওগাে, আজ তােরা যাসনে ঘরের বাহিরে।