#Quote
More Quotes
তোমার ঐ মায়াবী চোখের চাওয়াতে হারিয়ে গেছি তোমার ওই চোখের ভালোবাসাতে।
হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।
মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারণ,মধ্যবিত্ত আমি এটাই তার মূল কারণ!
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
তোমার ঐ মায়াবী নীল চোখের ঘন মেঘের ছাঁয়া, যেন এক মন মোহনীর মায়া।
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর
চোখের ভাষা ব্যবহার করেছি কারণ চোখেরও একটি ভাষা আছে। তাই যাদের মায়াবী চোখ তাদের নিয়ে কবিগন
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে- তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে