#Quote

আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্যে উপদেশ রয়েছে। তোমরা কি বোঝ না? (সূরা আল আম্বিয়া || আয়াত ১০)

Facebook
Twitter
More Quotes
প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ । — এস্কাইলাস ।
বিশ্বাস করলে - ক্ষতি করে
মিষ্টিভাবে আদেশ-প্রদানের মধ্যেও প্রবল শক্তি নিহিত থাকে । - জর্জ হার্বার্ট
নিয়মিত সংসদে যোগ দিলে বিরোধীদলীয় নেত্রী খালেদাকে গাউছিয়া থেকে জামা কিনে দেবার প্রতিশ্রুতি দেন হাসিনা
যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিলো, সে তাকে খুশি করল ও সুশোভিত করলো । আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দি্লো, সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করলো।
বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় । - জর্জ হাবার্ট
আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন।
স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর। কেননা তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে। আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব, তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ কর। - আল হাদিস
স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর। কেননা তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে। আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব, তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ কর।- আল হাদিস
আসবে আবার আশিন-হাওয়া শিশিরনা ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে