#Quote
More Quotes
চরিত্র বদলাও কারণ এটা তোমার সৃষ্টি চেহারাটা বদলানো যাবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন– আল হাদিস
মিথ্যা বাহানায় ভালো থাকার জন্য ছেড়ে চলে যাওয়া মানুষ গুলাকে আল্লাহ অনেক ভালো রাখুক .!
যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহও তার কল্যাণে রত থাকবেন!
মহান আল্লাহ বলেন, তোমাদের পিতা-মাতার সাথে সদ ব্যবহার করো! তাদের সাথে উচ্চস্বরে কথা বলো না।
সকল মানুষেরই উচিৎ কিছু না কিছু দান করার চেষ্টা করা, তবে একটা কথা আছে যে দিব বলে না দেওয়া, এটি না দেওয়ার চেয়েও বেশি দোষাবহ। – ভূদেব মুখোপাধ্যায়
আল্লাহ আমাদের সবাইকে পরবর্তী, শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।
তোমার জন্য আমাদের দোয়া সবসময় থাকবে: আল্লাহ তোমাকে তাঁর রহমত দিয়ে ঢেকে রাখুন এবং সব সময় সঠিক পথে পরিচালিত করুন।
অহংকার আল্লাহর একমাত্র অধিকার; তাই তুমি অহংকার থেকে বিরত থাকো।
কিছু মৃত্যু এত হঠাৎ আসে যে হৃদয় স্তব্ধ হয়ে যায়। অকাল মৃত প্রিয়জনদের জন্য আমরা দোয়া করি — হে আল্লাহ, তুমি তাদের কাছে রহমতের দরজা খুলে দাও।