#Quote
More Quotes
কোরআন তেলাওয়াত ও দোয়া-দরুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।
যদি তুমি তোমার ভাইয়ের সহায়তা করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে।
যারা অন্যদের মন কাড়তে এমন কিছু বিষয় দাবী করে যা তাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন - আল হাদিস
যে ব্যক্তি দান করে এবং সৎ মনে দান করে, তার জন্য আল্লাহ দ্বিগুণ বরকত দেন। (সহীহ বুখারি)
ঈদের দিন বাবার হাতের দোয়া ছাড়া যেন সবকিছুই অসম্পূর্ণ লাগে। আব্বু, তোমার জন্য দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখেন।
হে আল্লাহ_মনের কথাগুলো তো তুমি যান_আমার স্বপ্নগুলো পূরণ করে দিও ..
আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকো, তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী । — মিশকাত
নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম।
রামাদান মোবারক। এই রমজান হোক আমাদের জীবনের সেরা রমজান। আল্লাহ সবাইকে পাপ মুক্ত করার তৌফিন দান করুক এই রামাদান মাসে।