#Quote
More Quotes
পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা, মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা, ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।
ভালো লাগাকে জড়িয়ে ধরে, স্রোতে ছেড়ে দিচ্ছি।
বদলে গেলা তুমি কিন্তু কষ্ট পেলাম আমি যাকে আমরা পাব না কোনদিন তাকেই মন থেকে ভালোবেসে ফেলি।
রমজান চাঁদ দেখা গেছে। আল্লাহর কাছে পানহা চাই, এবং দোয়া করি আল্লাহ আমাদের রোজা ও ইবাদত কবুল করুন।
মিথ্যা বিক্রি হয়!!! কারণ সত্য কেনার ক্ষমতা সবার থাকে না।
বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে, যেখানে অর্থও তোমায় নিয়ে যেতে পারবেনা ।
ভালো থাকুক সব ভালবাসার মানুষেরা,কিছু পূর্ণতা ও কিছু অপূর্ণতায়।
আসুন পবিত্র এই রমজান মাসে কোরআন তেলাওয়াত ও দোয়া-দরুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।
অন্তরের শান্তি অর্জন করতে হলে আল্লাহর কাছে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, কারণ তিনি সকল কষ্টের সান্ত্বনা।
মিথ্যা অপবাদকারীর শাস্তি হচ্ছে ৮০ বেত্রাঘাত। — আল-কুরআন