#Quote
More Quotes
যাকে ভয় করি।তার নাম হাশর।যাকে বিশ্বাস করি।তার নাম কুরআন।যার কাছে আমি ঋণী।তার নাম মা। যাঁকে নেতা মানি। তিনি হলেন রাসূল(স)।যার কাছে মাথা নতকরি।তিনি হলেন আল্লাহ!
যে ব্যক্তি সমর্থ ও কর্মক্ষম হয়েও কাজবিমুখ, আল্লাহ তাআলা তার প্রতি সদয় নন। - আল হাদিস
জানি, তুমি দূরে আছো মা, কিন্তু আমার দোয়ায় তুমি সবসময় আছো আল্লাহ তোমার গুনাহ মাফ করুন।
যে পবিত্র থাকতে চাই আল্লাহ তাকে পবিত্র রাখেন। --- সহীহ বুখারী
আল্লাহ যেন তোমাকে হেদায়েতের পথে রাখেন এবং প্রতিটি কাজে বরকত দান করেন।
সকালে ও সন্ধ্যাকালে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, দিনের বেলা নিজ পেশায় নিজেকে নিয়োগ করো। - আল হাদিস
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাঁদলিক। অর্থঃ হে আল্লাহ আপনি আমার ভাগ্য খুলে দিন।
আমারে কেও ছ্যাকা দাও। ……আমি বিরহের কবি হতে চাই-পরে উড়া ধুরা ক্যাপশন দিমু আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর আমরা চার পাশে যা কিছু দেখি!””
যে পুরুষ ব্যক্তি মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না আমি নিজ হাতে তার বাড়ি পুড়িয়ে দিতাম যদি না সেখানে মহিলা ও বাচ্চারা থাকতো।
আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য, প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়।