#Quote
More Quotes
কখনোই বান্দাকে আল্লাহ বঞ্চিত করেন না। হয়তো আপনি যা চান, সেটায় আপনার কল্যাণ নেই, তাই আল্লাহ আপনাকে দেন নাই
শবে বরাত” – ধৈর্য ও সহনশীলতার রাত, ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্যের জন্য প্রতীক্ষা করুন।
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন..!! (সূরা আল-বাকারা:১৫৩)
কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল।— হযরত মুহাম্মাদ (স.)
রুমি বলেন, আপনি যা চান, সেটা আপনার মাঝেই আছে। কিন্তু আপনি ভুল জায়গায় খোজ করছেন
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন..!! (সূরা আল-বাকারা:২২২)
আমিও দেখতে চেয়ে ছিলাম, আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে! কিন্তু পৃষ্ঠা উল্টে দেখলাম, আল্লাহ তাতে বড়ো নিষ্ঠুরতার সাথে কষ্ট লিখে রেখেছেন।
আজকের রাতে, দরিদ্র ও অভাবীদের পাশে থাকুন, তাদের সাহায্য করুন, আল্লাহর রহমত লাভ করুন।
আল্লাহ তোমাদের জীবন দান করেছেন তিনি তোমাদের মৃত্যু দিবেন আবার তিনি তোমাদেরকে পুনরুত্থান করবেন তারপরও মানুষ প্রতি অকৃতজ্ঞ -সূরা হজ্জ আয়াত নম্বর ৬৬
ধৈর্য রাখুন ভালো কাজ করুন সবাই আপনাকে ঠকালেও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না।