#Quote
More Quotes
ফুটবলকে গেথেছি মনে ফুটবলকে নিয়েই আমার সকল আশা ভরসা দোয়া করবেন আমার জন্য যেন ভালো কিছু করতে পারি ।
শবে কদর বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে, তাই এড়াতে বেশি করে দোয়া করা চাই।
আসুন আমরা এই মাসে সকল পাপাচার থেকে বিরত থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।
আজ ঈদ কিন্তু বাবার দোয়া আর স্নেহের হাতের স্পর্শের অভাব যেন পুরো দিনটাকেই ফাঁকা করে দিয়েছে। বাবা, খুব মিস করছি তোমাকে।
তোমার দোয়া ছাড়া আমি পথ খুঁজে পাই না।
আজকের রাত ফিরে আসবে, কিন্তু আমরা নাও থাকতে পারি! আসুন, দোয়া করি—এই রাতের বরকতে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দেন। শবে বরাত মোবারক!
সেহরির সময় আমাদের উচিত, সকলের জন্য দোয়া করা।
হে আল্লাহ! আমাদের সব রোজা, নামাজ, দোয়া ও দান কবুল করুন। আমিন।
মানুষের কাছে গুনাহ মোচনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা। — আল হাদিস
যে দম্পতি একে অপরের জন্য দোয়া করে, তারা জান্নাতে একসাথে থাকবে।