More Quotes by Lalon
এইদিন সাঁই ডিম্বুভরে ভেসেছিলো নৈরাকারে, লালন বলে হায় কী খেলা, কাদের মাওলা করেছে লীলা অপার পারে। - লালন
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একি জলেই সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি যমে তো কাউকে ছাড়বে না
জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না । - লালন
নূর টলে হলো নৈরাকার নৈরাকারস্বপ্ন কী প্রকার - লালন
কী বলবো সেই ফাঁদের কথা কাক মারিতে কামান পাতা আরম্ভ করেছে। - লালন
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে। - লালন
স্বরপের ঘরে অটলরূপ বিহারে চেয়ে দেখ না তোরা। - লালন
কতো কামী লোভী পরেছে ধরা চার খাইবার আশে। - লালন
আঁধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে। - লালন