More Quotes by Lalon
স্বরপের ঘরে অটলরূপ বিহারে চেয়ে দেখ না তোরা, ফনি মণি জিনি রূপের বাখানি আছে দুইরূপে একরূপ হল করা। - লালন
আমার জনম গেলো তোমার আশে তুমি দাও হে দেখা অন্তিমে এসে - লালন
গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয় লালন বলে জাত কারে কয় এই ভ্রমও তো গেল না। - লালন
যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয় রাগের তালা খুলে সে রূপা দেখতে পায় - লালন
যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয় রাগের তালা খুলে সে রূপা দেখতে পায়। - লালন
এমন সমাজ কবে গো সৃজন হবে।যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানজাতি গোত্র নাহি
শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা... বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে এই ভুবনে...
আঁধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে। - লালন
যে করে কালার চরণের আশা জানো নারে মন তার কী দুর্দশা - লালন
সামান্যে কি তার মর্ম জানা যায়। হৃদকমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয় - লালন