More Quotes by Lalon
সামান্যে কি তার মর্ম জানা যায়। হৃদকমলে ভাব দাঁড়ালে অজান খবর আপনি হয় - লালন
ধরবো বলে এলাম আমি খুঁজে পাইনে তাঁর দিশে। - লালন
রসিক যাঁরা চতুর তাঁরা তাঁরাই নদীর ধারা চেনে। - লালন
আমার জনম গেলো তোমার আশে তুমি দাও হে দেখা অন্তিমে এসে - লালন
ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা - লালন
শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা। বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভূবনে
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি। - লালন
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে। - লালন
আছে অটলরূপে সাঁই, ভেবে দেখলাম তাই সেই রূপের নিত্যলীলা নাই। - লালন