#Quote
More Quotes by Lalon
ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা - লালন
এ কিরে সাঁইয়ের আজব লীলে আমার বলতে ভয় হয়রে দেলে - লালন
শুনি মরিলে পাব বেহেস্তখানা, তা শুনে তো মন মানেনা… বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়ে এই ভুবনে….। - লালন
সত্তর হাজার সাল ধরে গাছের পরে সাধন করে, বারিতলায় হুকুম হলো, নসূর ঝরিল ঝরিয়ে দুনিয়া সৃষ্টি করে। - লালন
গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কী ক্ষতি হয় লালন বলে জাত কারে কয় এই ভ্রমও তো গেল না
আঁধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে। - লালন
যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয় রাগের তালা খুলে সে রূপা দেখতে পায় - লালন
ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা।
মরিবে এক বেহাত বেটা হাওয়ায় ফাঁদ পেতেছে। - লালন
আব, আতশ, খাক, বাত কিসে গড়ে বলো গুরু সত্য করে, হাওয়া পবন এলো কোন কারে পানির জন্ম হয় কিসে। - লালন