More Quotes by Lalon
শুনেছি সাধুর করুনা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা - লালন
দেখো দিবারাতি নাই সেখানে; মনের মানুষ যেখানে কী সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে - লালন
অধিন লালন ভেবে বলে পেলাম না তোমার দিশে। - লালন
না ছিল আসমান জমিন পবনপানি সাঁই তখন নিরাকারে। - লালন
আছে অটলরূপে সাঁই, ভেবে দেখলাম তাই সেই রূপের নিত্যলীলা নাই। - লালন
জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা না না না । - লালন
যদি জরামৃত হয়, তবে অটল পদ না কয় ফকির লালন বলে তা কয়জন বোঝে। - লালন
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার। - লালন
কী বলবো সেই ফাঁদের কথা কাক মারিতে কামান পাতা আরম্ভ করেছে। - লালন
ফনি মণি জিনি রূপের বাখানি আছে দুইরূপে একরূপ হল করা। - লালন