More Quotes
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে
লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা, তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
তুমি কত রূপ ধরে পড়েছ অঙ্গে, কতো যে রূপকার কত হৃদয়ে যে বলি হল তাই, কতো যে হাহাকার।
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।
আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।
প্রকৃতির সাথেই বারে বারে মিশতে ইচ্ছে করে! তাই মাঝে মাঝে হারাই দূর দিগন্তে।
প্রকৃতির এই নির্মল সৌন্দর্যের অনুভূতি আমাকে শুধু হাতছানি দেয় মন চলে যায় দিগন্ত ছোঁয়া আকাশ পানে
দূর দিগন্তে চেয়ে আছি,নীল আকাশের পানে,মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ো,আমার এই ক্লান্ত গায়ে।