#Quote

More Quotes
তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি, নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।
হঠাৎ’ই ডুবেছি ছাই। তার চুলে বাঁধা ফিতে, আমিও দিতে চাই মন। যদি তুমি চাও নিতে
আজীবন থেকে যাবে। উড়বেনা কোনো কালে যে পাখি ‘ভালো’- বাসা বাঁধে। মনের আড়ালে।
জন সমুদ্রে নেমেছে জোয়ার, হৃদয় আমার চড়া । চোরাবালি আমি দূর দিগন্তে ডাকি- কোথায় ঘোড়সওয়ার?
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে- লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে
দূর দিগন্তে চেয়ে আছি নীল আকাশের পানে মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো আমার এই ক্লান্ত গায়ে।
এ এক মায়াবী জাদু। যার নেশা কাটছেনা মোটে, কি এমন মাদক মিশিয়েছিলি বল? নিজের দুঠোঁটে
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে