#Quote

সে কিছুই হারায়নি যে তার সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে। - ড. বিলাল ফিলিপ্স

Facebook
Twitter
More Quotes
মানুষের উপর ভরসা করলে ঠকে যাবেন! আর আল্লাহর উপর ভরসা করলে জিতে যাবেন।
তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা করো। (সূরা আলে-ইমরান: ২০০)
আল্লাহ তোমার জীবনকে নূরের আলো দিয়ে আলোকিত করুন। তোমার সব সংকল্প পূর্ণ হোক আল্লাহর রহমতে।
জ্ঞানের সৌন্দর্য্য ও গুরুত্ব কেবলমাত্র এই কারণে যে, এটা একজন ব্যক্তিকে আল্লাহকে ভয় ও তাঁর আনুগত্য করতে শেখায়। তা না হলে এটা অন্যান্য স্বাভাবিক বিষয়ের মত।
তুমি আল্লাহকে খুশি করো আল্লাহ তোমাকে খুশি করবেন।
আল্লাহর সৃষ্টি শুধু সুন্দর নয়,তা এমনভাবে সাজানো যা আমাদের ভাবতে শেখায়, আমি কত ক্ষুদ্র, আর তিনি কত মহান !
হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি।
মরুভূমির বালিতে একটি মাত্র গোলাপের মতো, একাকীত্ব আল্লাহর আদেশে মাথা নত করে। একটি একাকী প্রার্থনা, একটি আত্মার আরোহণ, নির্জনতার মসজিদে, বিষয়বস্তু খুঁজে বের করা।
যতদিন আমাদের নিঃশাস থাকবে, শরীরে রক্ত প্রবাহিত হবে, হাতে তীর থাকবে, ততদিন আল্লাহর পথে লড়াই করে যাবো।
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। – আল হাদিস