#Quote
হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে,
এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ পরে।
সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে,
প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে।
হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে;
ফুলের ভালোবাসার ডালি দাও তুলে।
মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে,
দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে
ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে,
একই সাথে থাকি সবে পরম ভালোবেসে
এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা,
এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।
Facebook
Twitter
More Quotes
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ
বৈশাখে অনলসম বসন্তের খরা। তরুতল নাহি মোর করিকে পসরা পায় পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে খুঞ্চার বসন নিযুক্ত করিল বিধি সবার কাপড়। অভাগী ফুলরা পরে হরিণের দুড় পদ পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আঁটে অঙ্গের বসন বৈশাখ হৈল আগো মোর বড় বিষ। মাংস নাহি খায় সর্ব্ব লোকে নিরামিষ।
বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ! জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা! পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায় নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায়, হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান! এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ, সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ!
তার পরে ফেলে দাও, চূর্ণ করো, যাহা ইচ্ছা তব– ভগ্ন করো পাখা। যেখানে নিক্ষেপ কর হৃত পত্র, চ্যুত পুষ্পদল, ছিন্নভিন্ন শাখা, ক্ষণিক খেলনা তব, দয়াহীন তব দস্যুতার লুণ্ঠনাবশেষ, সেথা মোরে ফেলে দিয়ো অনন্ততমিস্র সেই বিস্মৃতির দেশ।
চৈত্রে চালিতা, বৈশাখে নালিতা, আষাড়ে ভাদ্রে তালের পিঠা। আর্শ্বিনে ওল, কার্তিকে কৈয়ের ঝুল
নতুন জামা-জুতোয় পরিবারের সাথে মেতে ওঠো পয়লা বৈশাখের আনন্দে…সবার মনে আসুক খুশির জোয়ার…নিদারুন এক হর্ষ পয়লা বৈশাখ এসেছে আবার…এসেছে নববর্ষ।
শুভ নববর্ষ স্ট্যাটাস
শুভ নববর্ষ উক্তি
শুভ নববর্ষ ক্যাপশন
নতুন
জামা-জুতো
পরিবার
পয়লা
বৈশাখ
আনন্দ
খুশি
জোয়ার
নববর্ষ
ঈশ্বরের আশির্বাদে যা কিছু খারাপ তা যেন মিলিয়ে যায়…আর তোমার সামনে উদ্ভব হোক যা কিছু ভালো…নববর্ষে তোমাকে এই শুভেচ্ছা জানাই।
ইচ্ছে গুলো আকাশ ছোল, ভাসলো মেঘের সারি খুশির ঝরে তেপান্তরে হৃদয় দিল পারি। মনের মাঝে সেতারা বাজে, খুশিতে মন সাজে নববর্ষ হোক রঙিন এই কামনাতে।
ভূতরূপে সিন্ধুজনে গড়ায়ে পড়িল বৎসর কালের ঢেউ, ঢেউর গমনে নিত্যগামী রথ চক্র নীরবে ঘুরিল আবার আয়ুর পথে হৃদয় কাননে কত শত আশা লতা শুকায়ে মরিল হায়রে কব তা কারে, কবিতা কেমনে কি সাহসে আবার তা রোপিব যতনে সে বীজ, যে বীজ ভূতে বিভল হইল
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রু বাষ্প সুদূরে মিলাক