#Quote
More Quotes
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
এ এক সহজ বিষয়। তবুও, যে পড়েছে সেই শুধু জানে, ভালোবাসা মুখস্থ করে কোনো লাভ নেই। হৃদয়বিজ্ঞানে
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
আপনি আমাকে অধিকার করুন, একবার ভালোবাসে ছুঁয়ে দেবো! বিনিময়ে আপনার শতকনা ভালোবাসা, হাজার গুণ প্রানবন্ত করে ফিরিয়ে নেবো।
হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ- তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া
জানিনা এ কিসের মোহ। জানিনা কিসের অলীক টানে, আয়না হয়ে দাঁড়িয়ে আছি। তোমার চোখের মরূদ্যানে।