#Quote

হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।

Facebook
Twitter
More Quotes
পরিবর্তে আসবেনা কিছুই। জানা ছিলো তবু, তোর- হৃদির পিঞ্জরে রেখে যেতো চিঠি, মেঘের কবুতর
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
তুমি বোঝো? কতো ভালোবাসি তোমাকে? যতটা আকাশ তার বিশাল বুকে, মেঘকে ধরে রাখে।
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে- লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে
শহর ছেড়ে পালাই কোথায়। মনখারাপের ট্যাক্সি নেই, এ জখম সারবে শুধু। তোর দুঠোঁটের ভ্যাকসিনেই
শুনে আসি চলো, যমুনার ধারে- যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে
শরতে কাশফুল। আকাশে ভাঙা মেঘ, তোমার দুঠোঁট আজ গোধূলি রাঙাবে