#Quote

হায়! বিধাতার কাছে কতো অনুযোগ, কতো অনুরাগ তোমার নামে, ভালোবাসা তাই সাজিয়ে দিলাম রক্তিম কৃষ্ণচূড়ার খামে।

Facebook
Twitter
More Quotes
হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ- তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক
কত ছলে কত বলে তোমার কাছে আসি, তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।
আকাশ খেলে হোলি, নিয়ে কৃষ্ণচূড়ার আবিব, প্রকৃতির এ খেলার সাথে আজ আমিও হয়েছি শামিল ।
ধন্য করো পূর্ণ করো আমার হৃদয় আঁখি, এইটুকুন এক আশার প্রদীপ তোমায় জ্বেলে রাখি।
তোমায় কাছে পেলেই মনে হয় সব খোয়ালাম বুঝি, নিজেকে যেন তোমার কাছে হারিয়ে আবার খুঁজি।
অদম্য ঝড় বুকে নিভে গেলে বাতি- তুমি তার দুঠোঁটের চুম্বনে কাতিল
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
হৃদয়ে ডুবে যাওয়া নাবিকের মনও, তোর- চোখের কিনারে এসে করেছে নোঙর।
তোমার শরীরের গন্ধে কৃষ্ণচূড়ার ঘ্রাণ মিশে আছে।
আপনি আমাকে অধিকার করুন, একবার ভালোবাসে ছুঁয়ে দেবো! বিনিময়ে আপনার শতকনা ভালোবাসা, হাজার গুণ প্রানবন্ত করে ফিরিয়ে নেবো।