#Quote

আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।

Facebook
Twitter
More Quotes
হাওয়া তো পাগল হয়। তাই মাতাল এই চোখ- তোর দিকে তাকিয়েই আজীবন নির্বাক হোক
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
হৃদিটবেই ফুটে ওঠে গোলাপ। সব ফুলেরা তা জানে- তুমি প্রজাপতি হয়ে এসে বসো, ক্ষতে। মনের বাগানে
নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে, আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে
ভালোবাসা তো চারাগাছ। যত্নে তা বাড়ে- শুধু বিশ্বাসটুকু পেলে। দ্বিগুণ আকারে
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
এ এক মায়াবী জাদু। যার নেশা কাটছেনা মোটে, কি এমন মাদক মিশিয়েছিলি বল? নিজের দুঠোঁটে
হে দুর্দম, হে নিশ্চিত, হে নূতন, নিষ্ঠুর নূতন, সহজ প্রবল, জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে বাহিরায় ফল, পুরাতন পর্ণপুট দীর্ণ করি বিকীর্ণ করিয়া অপূর্ব আকারে তেমনি সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ– প্রণমি তোমারে।
লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা, তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।
আপনি আমাকে অধিকার করুন, একবার ভালোবাসে ছুঁয়ে দেবো! বিনিময়ে আপনার শতকনা ভালোবাসা, হাজার গুণ প্রানবন্ত করে ফিরিয়ে নেবো।