#Quote

আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।

Facebook
Twitter
More Quotes
মন তো বন্দর নয়। তবুও ফিরে আসা কোনো জাহাজ, যে- অজান্তেই ডুবে গেছে চোখে। তোর কাজলের সাহায্যে
যেদিন তুমি আমার হবে প্রেমের বাহুডোরে, সেদিন সব পিপাসার হবে অবসান, খুব আয়োজন করে।
তোমার বুকের ভেতর রাখা পাথরের স্লেটে- লিখে দেবো দুলাইন রোজ, সন্ধ্যায়, কাপ্লেটে
তুমি কত রূপ ধরে পড়েছ অঙ্গে, কতো যে রূপকার কত হৃদয়ে যে বলি হল তাই, কতো যে হাহাকার।
লাল গোলাপে সাজিয়ে দেবো তোমার ভালোবাসা, তোমার খুশি, তোমার হাসি আমার কাছে নেশা।
তার চোখ যেন চোরাবালি, তাই এমন ভয়, যতবারই কাছে আসি, টেলিপ্যাথি মনে হয়
পরোয়ানা জারি হোক। কথা মুলতুবি। আমিও হারানো নাবিক। ঠোঁট দাও। ডুবি
এ এক মায়াবী জাদু। যার নেশা কাটছেনা মোটে, কি এমন মাদক মিশিয়েছিলি বল? নিজের দুঠোঁটে
আমি তাকে রোজ দেখি। দেখি কতো পাখি ওড়ে, স্মৃতিছায়া সরে গেলে, ঘুম হয়ে, স্বপ্নের ভেতরে
আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য, ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।