More Quotes
দিগন্ত পেরিয়ে এসে। বেহালার সুরে- এ হৃদয়ে উঠেছিলো সে। দুপায়ে, নূপুরে
ভালোবেসে এসো তুমি আমার এই জীবনে, আধার ঘোচায় যেমন প্রদীপ নিজের আলোর গুনে।
কত ছলে কত বলে তোমার কাছে আসি, তোমায় পেতে উজাড় করে দিচ্ছি দিবা রাতি।
আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও, চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।
ঠাঁই নেই সেই আকুল পাথার ডুব দিয়েছি কবে! প্রথমবার তোমার চোঁখে চোঁখ রেখেছি যবে!
হঠাৎ’ই ডুবেছি ছাই। তার চুলে বাঁধা ফিতে, আমিও দিতে চাই মন। যদি তুমি চাও নিতে
আশায় থাকি চেয়ে থাকি তোমার পথের পানে, আসবে কবে আমার কাছে ভালোবাসার টানে।
আমার হৃদয়ে বিরাজ করে যা খুশি তাই করো, শাওন, ভাদর, আষাঢ় শ্রাবণ বৃষ্টি হয়ে ঝরো।
সুখ মানে কি. মানুষের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা সারা জীবন ধরে থাকা? নাকি চোখে মুখে সারা জীবনের জন্য আনন্দের ঝিলিক বওয়া? কে দিতে পারবে এই উত্তর
কতো করুনায় চাতকের মতো চেয়ে থেকেছি, যতবার দেখেছি তোমায়, ততবার তৃষিত হয়েছি।