#Quote

হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!

Facebook
Twitter
More Quotes
প্রতিটি বৈশাখ বলুক – “আবার শুরু হোক, ভালোবাসার গল্প।
ঝরে গেল আজ বসন্তের পাতা…নিয়ে যাক সঙ্গে সব মলিনতা…বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ মন থেকে আজ জানাই তোমায়…শুভ নববর্ষ
এই পহেলা বৈশাখে মনে জাগুক বসন্তের সুখ, সবার স্বপ্ন হোক রঙিন আর আনন্দে থাকুক সবাই সারাটি বছর।
ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে বাধাবন্ধহারা গ্রামান্তরে বেণুকুঞ্জে নীলাঞ্জনছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘধারা। বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন, চৈত্র অবসান– গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান।
চৈত্রেতে থর থর বৈশাখেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে।
শুভ পহেলা বৈশাখ! পুরনো গ্লানি ভুলে শুরু হোক নতুন যাত্রা।
শীতের মিষ্টি বাতাস চলে, গ্রীষ্মের সুরে,পহেলা বৈশাখে জীবন ফিরে নতুন গুঞ্জনে।অথচ, এই জ্ঞানী দেশ, নতুন বছর পায়,সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়।
পহেলা বৈশাখে লাল-সাদার সাজে ঢেকে যায় বাংলা মাটি, প্রাণে বাজে ঐক্যের সুর।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
গ্রীষ্মকালে প্রখর দাবদাহের মধ্যেই ধ্বনিত হয় নববর্ষের আগমনী বার্তা ।