#Quote

চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন, হেরিব না দিক– গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক। মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি– খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা উৎসর্জন করি।

Facebook
Twitter
More Quotes
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিটি বৈশাখ বলুক – “আবার শুরু হোক, ভালোবাসার গল্প।
সারা শহর জুড়ে, মেলা হলো সাজানো,অলিগলির মাঝে, নতুনের আভা খুঁজে পাও।ফুলের রঙ, ছাতা এবং খুদের হাসি,পহেলা বৈশাখের দিন, এক নতুন সূর্য হাসি।
আসুক বৈশাখ, চারিদিকে মেঘ, ধুয়ে যাক গ্লানি মুছে যাক পাপ ।
ঝরে গেল আজ বসন্তের পাতা, চলে এলো নতুন বছরের সকাল, লাগুক সবার পানে আনন্দের স্পর্শ এই পহেলা বৈশাখে।
বৈশাখী দিনের রক্তিম আলো,জীবন হোক উজ্জ্বল ভালো।কবিতায় থাকুক প্রেম-ভালোবাসা,বাংলা নববর্ষে হোক নতুন ভাষা।
তার পরে ফেলে দাও, চূর্ণ করো, যাহা ইচ্ছা তব– ভগ্ন করো পাখা। যেখানে নিক্ষেপ কর হৃত পত্র, চ্যুত পুষ্পদল, ছিন্নভিন্ন শাখা, ক্ষণিক খেলনা তব, দয়াহীন তব দস্যুতার লুণ্ঠনাবশেষ, সেথা মোরে ফেলে দিয়ো অনন্ততমিস্র সেই বিস্মৃতির দেশ।
পহেল বৈশাখের নতুন প্রভাতে পাখিরা গাইছে গান, আপন বেগে বহিছে নদী শোন নদীর কলতান! প্রভাতে সোনার বরণ রবি উঠিয়াছে পূর্ব গগনে, মাধবী, মালতী, টগর, করবী ফুটিয়াছে বনে বনে! ফুলে ফুলে উড়ে প্রজাপতি সমীরণ সৌরভ ছড়ায়, মাতিয়া উঠে সবাকার প্রাণ খুশিতে হৃদয় ভরে যায়! পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে প্রাণে জাগুক নব নব আশা, পহেলা বৈশাখের আজিকে সবাই নিও মোর প্রীতি ও ভালবাসা!
বছর ঘুরে এলো আনন্দের দিন, পলাশ শিমুলের গাছে লেগেছে আগুন তাইতো বৈশাখের কালবৈশাখী ঝরে সবাইকে দিল ভিজিয়ে।
বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ! জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা! পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায় নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায়, হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান! এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ, সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ!