#Quote
More Quotes
দোলের রঙে মাতোয়ারাবসন্ত আজ পাগলপারা । বেণুবনে লাগে দোলা দখিনা বাতাসেপ্রজাপতি দলবেঁধে ওড়ে ঘাসে ঘাসে। বসন্ত আজ এসেছে দ্বারে নিজেকে উজাড় করে দিতে, রং লেগেছে প্রকৃতিতে, প্রাণ লেগেছে ক্ষেতে।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
তুমি না থাকলেও, তোমার স্মৃতি আমাকে একা হতে দেয় না।
চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা, সত্যি বলছি আমিও যে তোমার মত একা।
ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,- ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল, চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন! - জীবনানন্দ দাশ
এই বসন্তে গন্ধেরা উড়ে আসেমাটির কাছাকাছি,টগর পলাশ আর বেলির বনেঘুরে বেড়ায় পাখির কুহু ডাক।
আমি একা থাকি কারণ আমার একা ভালো লাগে আমি তোমাকে তখনই গ্রহণ করবো যখন তুমি আমার একাকীত্বের থেকে সুন্দর হবে।
বৈশাখ হে, মৌনী তাপস, কোন্ অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে। তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল গভীর ছায়া ফেলে। – রবীন্দ্রনাথ ঠাকুর
ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই শুভ পহেলা বৈশাখ।
চৈত্রে চালিতা বৈশাখে নালিতা আষাড়ে ভাদ্রে তালের পিঠা। আর্শ্বিনে ওল কার্তিকে কৈয়ের ঝুল - ক্ষণা