#Quote
More Quotes
এসো, এসো, এসো হে বৈশাখ। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥ মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ
আজকের দিন শুধু উৎসব নয়, এটি আমাদের অস্তিত্বের গান।
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
পান্তা ইলিশ, মেলায় ভিড়,বৈশাখী গানে হৃদয় জোয়ার,রঙে রঙে মাখা এ উৎসবের ঘর।
লাল-সাদার রঙে আজ হৃদয়ও রাঙা। নববর্ষের শুভেচ্ছা সবাইকে।
কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল; তোমাকে একটিবার দেখতে পাবো এটুকুভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর, ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে
বৈশাখ এল রঙিন সাজে,হাসছে সবাই নতুন খাজে,আনন্দ বাজে প্রাণের মাঝে।
চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন, হেরিব না দিক– গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক। মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি– খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা উৎসর্জন করি।
বৈশাখ এলে মনে হয়, জীবন নতুন করে শুরু হোক আবার।
এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা। শুভ হোক বাংলা নববর্ষ।