#Quote
More Quotes by Lalon
কতো কামী লোভী পরেছে ধরা চার খাইবার আশে। - লালন
খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়। - লালন
কী বলবো সেই ফাঁদের কথা কাক মারিতে কামান পাতা আরম্ভ করেছে। - লালন
কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো
যে জন অনুরাগী হয়, রাগের দেশে রয় রাগের তালা খুলে সে রূপা দেখতে পায় - লালন
আব, আতশ, খাক, বাত কিসে গড়ে বলো গুরু সত্য করে, হাওয়া পবন এলো কোন কারে পানির জন্ম হয় কিসে। - লালন
পাতিয়ে সে ফাঁদের চোয়া বেহাত বেটা দিচ্ছে খেয়া লোভের চার খাটায়ে। - লালন
এইদিন সাঁই ডিম্বুভরে ভেসেছিলো নৈরাকারে, লালন বলে হায় কী খেলা, কাদের মাওলা করেছে লীলা অপার পারে। - লালন
ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে আচেনারে চেনা।
ধরবো বলে এলাম আমি খুঁজে পাইনে তাঁর দিশে। - লালন