#Quote

ধূপের গন্ধ বিষাদ এনে সুর তুলেছে মন দেরাজে ফুলের মালা হোক না বাসি ঠাকুর তো রোজ মর্মে বাজে।

Facebook
Twitter
More Quotes
ফাল্গুনের বাতাসে প্রেমের গন্ধ, এই বসন্তে হৃদয়ে রঙিন স্বপ্নের হাতছানি।
সমুদ্রের গন্ধ নাও এবং আকাশ কে অনুভব করো।
সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণধারা– অন্ধ বিভাবরী সঙ্গপরশহারা ॥ চেয়ে থাকি যে শূন্যে অন্যমনে সেথায় বিরহিণীর অশ্রু হরণ করেছে ওই তারা ॥
পাঞ্জাবির সুতোতে গন্ধ খুঁজে পাই বাঙালির, রংতুলি দিয়ে রাঙাচ্ছি কিছু সময়ের স্মৃতিকে; প্রকৃতির সবুজ ঝর্ণায় দেখা না মিললে খুঁজো, আমায় কোনো এক অচেনা উপন্যাসের ইতিতে।
না, না, একলা তো আমি নই – আছো তো তুমি আজো আমার এ’ পথ চলায়! এই যে, তোমার গন্ধ পাচ্ছি – কদমে কদমে ভরে আছে পাশের এই বন। এই তো তুমি, তোমার স্পর্শ সর্বাঙ্গে – ছুঁয়ে যাচ্ছে আমাকে, ঠিক এই দমকা হাওয়ার মত, চলছি আমি তাই আপন মনে অচেনা এই গাঁয়ের পথ ধরে!!!
হৃদয়ের নীল আকাশের বুকে এক টুকরো সাদা – কালো মেঘ – আজ শ্রাবণের বৃষ্টি হয়েই ঝরে !! তোমার ভালোবাসার ছল — ভিজিয়ে দিয়েছে হৃদয়ের আঁচল । আমার মনের মেঠো পথের ধারে – কান্নার ভিড়ে বেদনার সুর জেগে উঠে । আমার দু’চোখের দৃষ্টিতে – ভিজে যায় শ্রাবণের বৃষ্টিতে !! দেখেনা তো কেউ দু’নয়নের পানি – শুনেনা তো কেউ জীবনের বিষাদ কাহিনী – বুঝেনা তো কেউ হৃদয়ের আহত বানী । শুধু যন্ত্রণার আকাশের তুলিতে বৃষ্টি নামাই — নীপবনে অজানা স্বপ্ন সাজাই — !!
তোমায় বারাবার দেখতে চাই, তোমার ওই খোপায় গোঁজা কদম ফুলের ম্রিয়মান গন্ধে হারিয়ে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই।
নলেন গুড়ের গন্ধ ভাসে বাতাসে, পৌষ পার্বণে পিঠে পায়েসের সাড়া পড়ে, প্রকৃতি জানান দেয় শীত পড়েছে এবারে।
বৃষ্টির ফোঁটায় মাটির গন্ধ প্রকৃতির সবচেয়ে মিষ্টি সুগন্ধ।
শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে– পথে তারি সকল বারি দিলে ঢেলে