More Quotes by Mahadev Saha
আমি কবিতা লিখি না, আমি নিজেই একেকটা কবিতা হয়ে বাঁচতে চাই, অনুভবে গড়া এক কবিতার নাম মহাদেব সাহা।
পৃথিবীতে সবচেয়ে দামী জিনিস ভালোবাসা, কারণ এটা শুধু হৃদয় দিয়েই পাওয়া যায়, টাকায় নয়।
এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে- বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হবো ভরা দামোদর...
তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আত্মীয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা
কবিতার প্রিয় পান্ডুলিপি জুড়ে হঠাৎ কেমন ধূসর কুয়াশা নেমে আসে, প্রেমিকার উষ্ণ হাত মনে হয় যেন নিরুত্তাপ, অনুভূতিহীন এ কী শীমপ্রাসাদে আবার জমে বরফের স্তুপ।
তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে গেলো, সব নদীপথ বন্ধ হলো, তোমার সময় হলো না - আজ সারাদিন বিষাদপর্ব,সারাদিন তুষারপাত... মন ভালো নেই, মন ভালো নেই
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেবো
জীবন থেকে কেউ হারিয়ে গেলে আমরা কাঁদি না শুধু, আমরা ধ্বংস হয়ে যাই একটু একটু করে।
কবিতা শুধু কাগজে লেখা শব্দ নয়, কবিতা হলো হৃদয়ের ভাষা, যেটা কাঁদায়, হাসায়, ভালোবাসায়