#Quote
More Quotes
যে আমার একটি ভুল আমাকে উপহার দেয়, আল্লাহর করুণা তার উপর। - হযরত ওমর (রা)
রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তুমি যখন কোনো দুঃখে পড়বে, তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং ধৈর্য ধারণ করবে।
আজ বিদায় বলছি মুখে, কিন্তু দোয়ায় তুমি থাকবে সবসময়। আল্লাহ হেফাজত করুন তোমাকে।
গরিবের উপর অত্যাচার করলে একটা কথাই মনে রেখো আল্লাহর কাছে জবাব দিতে হবে।
যে ব্যক্তি আল্লাহর উপর _প্রবল বিশ্বাস রাখে,,,
মুসলিম আমি, সংগ্রামি আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাওকে মানি না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর,নারায়ে তাকবীর!
একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন, এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন - বুখারী
আল্লাহর কাছে যখন চাওয়াটা পাওয়াটা তখন নিশ্চিত।
জন্মদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া ইয়া আল্লাহ আমাকে আপনার পথে চলার শক্তি দিন।
আল্লাহর রহমত সব ভুলকে মাফ করে দিতে পারে, যদি তুমি তাওবা করো।