#Quote

আপনার জন্য সবচেয়ে উত্তম স্থান হলো কারো দোয়ায় আপনি উপস্থিত থাকতে পারা। কারণ সে আপনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে, আর আল্লাহ্ হলো সর্বোত্তম শ্রবণকারী। - ড. বিলাল ফিলিপ্স

Facebook
Twitter
More Quotes
কেয়ামতের দিন রাসূলুল্লাহ (সাঃ) এর নিকটতম ব্যক্তি হবে সেই, যে তার প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করেছেন । - তিরমিজি
সে ব্যক্তি উত্তম যার প্রথম কন্যা সন্তান। আল হাদিস
মিথ্যার ইমারতে তৈরি রাজপ্রাসাদের চেয়ে সততার মাটিতে তৈরি কুঁড়ে ঘর উত্তম।
আমি জানি ধৈর্যশীল মানুষদের আল্লাহ ঠকান না। বরং ধৈর্যশীল মানুষকে উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেন।
মাঝেমাঝে ভালো জিনিস দূরে সরে যায় যেন আরও উত্তম কিছু তার জায়গা নিতে পারে। — মেরিলিন মনরো
দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম হলো ফজরের নামাজ আলহামদুলিল্লাহ।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন । -,আল হাদিস
সত্যের চেয়ে প্রিয় কিছুই নেই, এবং মিথ্যা থেকে দূরে থাকাই উত্তম।
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন ।
তোমাদের মধ্যে যারা ফাতওয়া দেয়ার ব্যাপারে দুঃসাহসী তারা দুঃসাহসী (পাপ করে) জাহান্নামে যাওয়ার ব্যাপারেও।