#Quote

কেক, গিফট নয় আজ চাই আল্লাহর রহমত।চাই চোখের পানি দিয়ে তওবা করা চাই গোনাহ মাফ করার তৌফিক।হে আল্লাহ, এই জন্মদিনে আমাকে নবজীবনের দোয়া দাও।

Facebook
Twitter
More Quotes
প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ তিনি আমাদের জন্য সর্বদা প্রস্তুত আছেন।
নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।
কেউ, কোথাও, এই মুহূর্তে তার জীবনের জন্য লড়াই করছে। আপনার কাছে এখনও আপনার আছে, তাই কৃতজ্ঞ হন এবং আল্লাহর আনুগত্যে ব্যয় করুন।
শবে বরাত” – পুনর্মিলনের রাত। আল্লাহর সাথে পুনর্মিলনের জন্য প্রার্থনা করুন।
আমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে পৌঁছায়। আমি জানি, তিনি আমার সব দুঃখ বোঝেন।
যে ব্যক্তি আল্লাহর ওপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তা’আলা তাঁর কোনো ইচ্ছা অপূর্ন রাখেন না।,, হযরত ওমর র:
হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন। - সূরা বাকারা আয়াত নম্বর (১৫৩)
তোমরা ধৈর্য ও নামাজের (প্রার্থনার) মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কর—আল-কোরআন
যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও,আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।
আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে– বুখারী ও মুসলিম