#Quote
More Quotes
উচিত মানে সত্য কথা কেউ বলে না আজ বললে উচিত আকাশ ভেঙে পড়ে মাথায় বাজ - সংগৃহীত
আমরা যা শুনি তা হলো মতামত,বাস্তবতা না;আমরা যা দেখি তা হলো দৃষ্টিভংগি, সত্য না ।
টাকা এর লোভ মানুষকে সত্যের পথ থেকে দূরে ঠেলে দেয়।
إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান..!! (সূরা আল-বাকারা:২০)
আল্লাহ সমস্ত পাপ মুক্ত করুক সকলের। শবে বরাত মোবারক আপনার ও আপনার পরিবারকে। সকলকে জানাই পবিত্র শবে বরাতের শুভেচ্ছা।
সত্য এবং বিশ্বাস যেন একটি আলোকবর্ষ, যা হৃদয়ের অন্ধকার দূর করে।
ভাই এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন? কিসের এতো তাড়া ছিলো আপনার? আপনাকে ছাড়া আমরা কেউই ভালো নেই, মহান আল্লাহ যেন আমার ভাইয়র জীবনের সমস্থ গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
হে আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করুন। আমার জীবনকে সহজ করে দিন। আল্লহ ভরশা, সবার কাছে দোয়া প্রার্থী।
আল্লাহর উপর ভরসা করো; তিনি এমন কোনো পথ খুলে দেবেন যা তুমি কল্পনাও করতে পার না।
কেউ যদি ওয়াদা রক্ষা করে এবং আল্লাহকে ভয় করে, তবে সে জেনে রাখুক, আল্লাহ এমন খোদাভিরুদের ভালোবাসেন। — সূরা আল ইমরান : আয়াত ৭৬