#Quote

পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে, যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তি কে ভয় করে।

Facebook
Twitter
More Quotes
যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়িয়াছে আর উহাতে ভুল করে নাই, আল্লাহ তায়ালা তাহার ছগিরা গুনাহ মাফ করিয়া দিবেন, যাহা ইতিপূর্বে হইয়াছে। - আল হাদিস
হে আল্লাহ, আমাদের রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত কবুল করুন এবং এই ঈদে আমাদের জীবনে সুখ-শান্তি বর্ষণ করুন। ঈদ মোবারক।
জ্ঞানী হও তবে কখনো অহংকারী হইও না, আল্লাহর ইবাদত করো, তবে কখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না ।
চেহারাটা বদলানো যাবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি চরিত্রটা বদলাও কারণ এটা তোমার সৃষ্টি।
যে আমার দোষ দেখে অনুগ্রহ করে তা আমাকে জানায় তাঁর প্রতি আল্লাহর করুণা অশেষ ধারায় বর্ষিত হোক ~ হযরত ওমর ফারুক (রাঃ)
অতএব, আপনি সবর করুন। আল্লাহর ওয়াদা সত্য। যারা বিশ্বাসী নয়, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। — সূরা আর রুম, আয়াত: ৬০
টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে একশেষ; কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকায় না এই হিমঘরে ভাঙ্গা চেয়ারে একা বসে আছি। এ কী শাস্তি তুমি আমাকে দিচ্ছো ঈশর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা - মহাদেব সাহা
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন - আল হাদিস
পরস্পরের প্রতি ভালোবাসা, করুণা ও সহানুভূতির সম্পর্ক বিয়ের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। (সুরা রূম: ২১)
আল্লাহর উপর ভরসাকারীরা কখনো বিপদে পরাজিত হয় না।