More Quotes
এই ঈদ আপনার জীবনে শান্তি, সুখ এবং অফুরন্ত বরকত নিয়ে আসুক। ঈদ মোবারক!
সূরা আল-বাকারা, আয়াত ২৮৫: আল্লাহই তোমাদের প্রভু। তিনি তোমাদের জন্য রিজিকের মালিক। তোমরা তার প্রতি ভরসা করো এবং সৎকর্মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকো।
এই বরকতময় রাতে আপনার জন্য রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা। শবে বরাত মোবারক!
পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা । - হযরত আলী (রাঃ)
আল্লাহ তায়ালা বলেছেন, নিশ্চয়ই আমি তাকে রিজিক দিয়ে ভরে দেবো, যে তার বিয়ে ফরজ হওয়ার সাথে সাথেই দাম্পত্য জীবনে পা রেখেছেন
ভালো শিক্ষার মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা যায়।
নিজ হাতে কাজ করা এবং হালাল পথে ব্যবসা করে যে উপার্জন করা হয় তা-ই সর্বোত্তম।
উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে।
মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না । - হযরত মুহাম্মদ (সাঃ)
একজন হালাল স্ত্রীকে আদর করে মুখে তুলে খাওয়ালে সদকা করার সওয়াব মহান আল্লাহ দেন।