#Quote
More Quotes
ছোট ছোট পায়ে হেঁটে যায়, আল্লাহর পথে অবিরাম, এই শিশুদের নিয়েই গড়বো আমরা, সুন্দর এক ইসলামী সমাজ।
যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়িয়াছে আর উহাতে ভুল করে নাই, আল্লাহ তায়ালা তাহার ছগিরা গুনাহ মাফ করিয়া দিবেন, যাহা ইতিপূর্বে হইয়াছে। - আল হাদিস
লম্বা বা খাটো, ফর্সা বা কালো আল্লাহ আপনাকে যেমন বানিয়েছেন তার নিজের ইচ্ছায় বানিয়েছেন, যেমন আছেন তা নিয়ে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ I
আজকের রাতে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন তার অশেষ রহমত ও অনুগ্রহের জন্য।
যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন
শবে বরাত মানেই আল্লাহর অনুগ্রহ, শবে বরাত মানেই রহমতের বারিধারা! আল্লাহ আমাদের পাপ মাফ করে দিন, আমাদের জীবনকে তাঁর রহমতে ভরিয়ে দিন!
অন্য কে বা জানে তেমন। প্রসাদ ভাষে লোক হাসে। সন্তরণে সিন্ধগমন। আমার প্রাণ বুঝেছে, মন বোঝে না; ধরবে শশী হয়ে বামন! কেবল আসার আসা, ভাবে আসা, আসা মাত্র হলো। রামপ্রসাদ বলে ভবের খেলায়, যা হবার তা-ই হলো। এখন সন্ধ্যা বেলায় কোলের ছেলে, ঘরে নিয়ে চলো ৷
যারা অনুতপ্ত হয়, যারা ফিরে আসতে চায়, আল্লাহ তাদের জন্য শবে বরাতকে রহমতের দরজা বানিয়ে দিয়েছেন! তাই চলুন, আমরা ফিরে আসি, আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করি!
শবে বরাত” – অনুশোচনার রাত। আপনার ভুলত্রুটির জন্য অনুশোচনা করুন, আল্লাহর কাছে ক্ষমা চাই।
নদী এবং পর্বত সৃষ্টি করে আল্লাহ তায়ালা আমাদেরকে চোখের শান্তি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।