#Quote
More Quotes
যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়িয়াছে আর উহাতে ভুল করে নাই, আল্লাহ তায়ালা তাহার ছগিরা গুনাহ মাফ করিয়া দিবেন, যাহা ইতিপূর্বে হইয়াছে। - আল হাদিস
ফুল হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালারে সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরোও অনেক সুন্দর করে তোলে।
তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা করো। (সূরা আলে-ইমরান: ২০০)
যে আমার একটি ভুল আমাকে উপহার দেয়, আল্লাহর করুণা তার উপর। - হযরত ওমর (রা)
এ পৃথিবীর একটা কণাও তো নৈরাশ্য দিয়ে তৈরি নয়। তাহলে কেন নৈরাশ্য?কেন নয় আশা?
নতুন আশা, নতুন প্রান। নতুন সুরে, নতুন গান। নতুন ঊষার, নতুন আলো। নতুন বছর কাটুক ভালো। শুভ নববর্ষ
শবে বরাতের আলোয়, নতুন জীবনের আশা আজকের রাত ক্ষমার, দোয়ার, আর আলোর রাত। আসো, প্রভুর পথে ফিরে যাই, অতীতের সব ভুল মাফ চাই।
কেউ যদি ওয়াদা রক্ষা করে এবং আল্লাহকে ভয় করে, তবে সে জেনে রাখুক, আল্লাহ এমন খোদাভিরুদের ভালোবাসেন। — সূরা আল ইমরান : আয়াত ৭৬
আলহামদুলিল্লাহ নিজেকে “পরিবর্তন করার সর্বোচ্চ চেষ্টা করছি” আল্লাহ কে ” খুশি করার প্রধান উদ্দেশ্য।
অহংকার আল্লাহর একমাত্র অধিকার; তাই তুমি অহংকার থেকে বিরত থাকো।