#Quote

আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে সম্পন্ন করো। আর তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও। যদি তারা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের তাঁর অনুগ্রহে সচ্ছল করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যশীল, সর্বজ্ঞ।

Facebook
Twitter
More Quotes
মানুষের উপর ভরসা করলে ঠকে যাবেন! আর আল্লাহর উপর ভরসা করলে জিতে যাবেন।
চেহারাটা বদলানো যাবে না…. কারন এটা আল্লাহর সৃষ্টি….চরিত্রটা বদলাও.. কারন এটা তোমার সৃষ্টি।
আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম।
আল্লাহর আনুগত্য ছাড়া আর কারো মধ্যে কোনো সম্পর্ক নেই। – উমর ​​ইবনে আল খাত্তাব
এই রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের উপর অফুরন্ত রহমত বর্ষণ করেন। আসুন আমরা সকলে ক্ষমা ও রহমতের জন্য প্রার্থনা করি।
সন্ধ্যার স্নিগ্ধতা আমাদের মনে আল্লাহর উপর ভরসা রাখার আহ্বান করে। আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমাদের দিন ও রাত উভয়ই বরকতময় হয়।
তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে– তিরমিযী
দু’জন মুসলমান যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ তাদের প্রতি দয়া ও বরকত নাযিল করেন।
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন..!! (সূরা আল-বাকারা:১৫৩)
আমাকে রেখে এতো তাড়াতাড়ি কেন আল্লাহর কাছে চলে গেছো বাবা।