#Quote
More Quotes
আল্লাহ ন্যায়বিচার, দয়া ও সদাচরণ আদেশ করেন তিনি অন্যায়, অনৈতিকতা অত্যাচার নিষেধ করেন।
পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে, যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তি কে ভয় করে।
তোমার সব দুঃখের সমাধান একটাই আল্লাহর কাছে ফিরে যাও।
যে ব্যক্তি গীবত থেকে বাঁচবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে।
আল্লাহর ওপর ভরসা করা মানুষগুলো কখনো নিরাশ হয় না I
আল্লাহ তোমাদের বিবাহিত, জীবনকে বরকতময় করুন তোমাদের মধ্যে ভালবাসা, ও সমঝোতা বৃদ্ধি করুন।
এই রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের উপর অফুরন্ত রহমত বর্ষণ করেন। আসুন আমরা সকলে ক্ষমা ও রহমতের জন্য প্রার্থনা করি।
বিপদে তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক আল্লাহ তায়ালা ঠিকই তার বান্দার পাশে থাকবে I
শুধু দুঃখের কথা ভাবলে মন বিষণ্ণ হয়। আল্লাহর ওপর ভরসা করে সামনে এগিয়ে যেতে হবে।
চেহারাটা বদলানো যাবে না…. কারন এটা আল্লাহর সৃষ্টি….চরিত্রটা বদলাও.. কারন এটা তোমার সৃষ্টি।