#Quote
More Quotes
রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন। — আল হাদিস
আল্লাহ জানেন ভিতরটা, মানুষ দেখুক বাহিরটা।
আল্লাহ যেন তোমাকে হেদায়েতের পথে রাখেন এবং প্রতিটি কাজে বরকত দান করেন।
ভালোবাসা তখনই পবিত্র হয় যখন তা নিঃস্বার্থ হয়। এটি তখনই সত্যিকারের ভালোবাসা হয় যখন তা শুধু দিতে চায়, নিতে চায় না।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। প্রকান্ড তাঁর সৃষ্টি। এই বৃহৎকে বুঝবার সাধনাই জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। এজন্য চাই সে মুক্ত ও বিরাট জীবন।
ভালোবাসা তখনই পূর্ণ হয়, যখন তা প্রতিশ্রুতি আর দায়িত্বের রূপ নেয় বিয়ের মতো পবিত্র বন্ধনে।
ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপালে আল্লাহকে সেজদাহ করে।
আল্লাহর দান করা আমাদের ঘরে রহমত তুমি মা। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোমার মতো একজন নেক কন্যা সন্তান আমাদের দান করেছেন। জন্মদিনের শুভেচ্ছা নিও মামুনী আমার।
এই শব-ই-বরাতে, আল্লাহ আপনাকে আরাম, সুখেস্বচ্ছন্দে রাখুন এবং অন্য লোকেদের সাহায্য করার জন্য একটি হৃদয় দান করুন। শুভ শবে বরাত!
আল্লাহ বান্দা সবাই সমান, ধনী গরীব সমাজের তৈরি