#Quote

আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না যারা মানুষজাতির প্রতি দয়াবান নয়। – সহীহ বুখারী

Facebook
Twitter
More Quotes
সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে। -আল্লাহ তা’য়ালা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) ঘুমানোর আগে আল্লাহ’র কাছে মাপ চেয়ে নিবেন। – হতেও তো পারে আজ আপনার শেষ রাত।
আমি বললাম- সুখ কখন আসবে? আল্লাহ বললেন- হে আমার প্রিয় বান্দা তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই সবরকারী কে আল্লাহ পছন্দ করেন I
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না-- শেখ সাদি
আমায় রাখবেন কি , আপনার মোনাজাতে? কোনও এক রাতে আল্লাহ যদি তার মেহমান করে আমাকে নিয়ে যাই। কতটাই কষ্ট পাবে।
হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে, সুবিচার করবে, এটা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করবে, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তার সম্যক খবর রাখেন। - আল-কুরআন
জ্ঞানী হও তবে কখনো অহংকারী হইও না আল্লাহর ইবাদত করো তবে কখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না ।
যত কষ্টই হোক! রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়া যাবে না।
অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।
আল্লাহর দয়া নিয়ে কখনোই সন্দেহ প্রকাশ করবেন না। তিনি এক নিমিষেই যেকোন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। - ড. বিলাল ফিলিপ্স