More Quotes by Rabindranath Tagore
সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ! - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি। - রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতির রহস্য বুঝে গায় গান প্রাকৃত পুরুষ তাঁহার হাস্যে জড়িয়া রইলে কুঁড়ে বজায় ময়লা প্রকৃতির রহস্য বুঝে কান্না হাসিয়া রইল ময়লা - রবীন্দ্রনাথ ঠাকুর
শর ভাবে, ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, শর, জান না সে কথা- আমারি অধীন জেনো তব স্বাধীনতা।- রবীন্দ্রনাথ ঠাকুর
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। - রবীন্দ্রনাথ ঠাকুর
মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে।
তোমার অশোকে কিংশুকে, অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে। - রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকৃতি হইয়া উঠিছে বড় উদ্দাম। প্রানে শক্তি, মনে বল, শারীরে দ্রম - রবীন্দ্রনাথ ঠাকুর