#Quote
More Quotes by Nirmalendu Goon
হাত বাড়িয়ে ছুঁইনা তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করিনা, এক কে করি দুই! - নির্মলেন্দু গুণ
ভালো বেসে কিছু পাওয়া রেখে গেছো বলে আজো এত হারানোর ভয়, নিজের মুখের কাছে বারবার নত হয়ে আসি; ভাবি, এই মুখ এত সুখী, এত স্মৃতিময়! - নির্মলেন্দু গুণ
আমি কতো ভালোবাসা দু’পায়ে মাড়িয়ে অবশেষে, কল্পনার মেঘলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে। আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে।
আমি খুব লক্ষ্য করে দেখেছি তোমাকে, যখন ঘুমিয়ে পড়ো তুমি, তখন আমার দেহে প্রাণের আনন্দ বলে কিছুই থাকে না। শুধু অকারণ, অর্থহীন জ়ীবনে তুচ্ছতার গানি ছুটে এসে বেদনার বেশে জড়ায় আমাকে। তখন আমাকে আমি চিনতে পারি না। - নির্মলেন্দু গুণ
আমার কিছু স্বপ্ন ছিল,আমার কিছু প্রাপ্য ছিল, একখানা ঘর সবার মতো আপন করে পাবার, একখানা ঘর বিবাহিত, স্বপ্ন ছিল রোজ সকালে একমুঠো ভাত লঙ্কা মেখে খাবার। - নির্মলেন্দু গুণ
শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন। - নির্মলেন্দু গুণ
হয় নিদ্রা আসুক,না হয় এক্ষুনি অবসান হোক এই অসহায় রাত্রির।
ভুলে যাব সব সময়-নিপাতে স্মরণে জাগিয়ে প্রেম, আঁধারে তখন জ্বলিবে তোমার চন্দনে মাখা হেম।
ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে।
ডাকিব না প্রিয়, কেবলি দেখিব। - নির্মলেন্দু গুণ