#Quote

আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছু নেই।

Facebook
Twitter
More Quotes by Nirmalendu Goon
বুকের কার্নিশে এসে মাঝে-মধ্যে বসো প্রিয়তমা,এখানে আনন্দ পাবে, পাবে খোলা হাওয়া।
আমার চুল পেকেছে তোমার জন্য,আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।তারপরঅনেকদিন পর একদিন তুমিও জানবে,আমি জন্মেছিলাম তোমার জন্য।শুধু তোমার জন্য।
ভালোবাসা হারাবার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে পাত্র থেকে উড়ে যাওয়া কর্পুরের মতো, সে মিশে যায় হাওয়ার মধ্যে, শূন্যে, নীলকাশে।
আমরা দুজনে রচনা করেছিএকে অপরের ক্ষতি,প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী।
ও আষাঢ়ের বেলি ও, ও শ্রাবণের বেলি ও। বাদলাদিনের মাদল গানে, উতলরাতে হাওয়ার টানে- ভালোবেসে আমার পানে পাপড়ি তোমার মেলিও।
যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা ,যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। - নির্মলেন্দু গুণ
আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি! - নির্মলেন্দু গুণ
হয় নিদ্রা আসুক, না হয় এক্ষুনি অবসান, হোক এই অসহায় রাত্রির।
কাগজের দুটো পৃষ্ঠার মতো প্রেম,কোনোদিন কেউ ছোঁবে না পরস্পর।চোখের কৃষ্ণ বৃত্ত ঘিরেছে সাদা,ভালোবাসা তবু আমার ভিতরে একা।
আমি চলে যাব পার হয়ে নদী থামব না মোটে, দেখবে তোমার আকাশে তখন কত তারা ফোটে। - নির্মলেন্দু গুণ