#Quote
More Quotes
যে-তোমার জন্য তৈরি হয়েছে দিন শেষে সে তোমার কাছে আসবেই ইন শা আল্লাহ শুধু-ধৈর্যের প্রয়োজন…..!!
আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে– বুখারী ও মুসলিম
শবে বরাত – ঐক্য ও সংহতির রাত। সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রহমত কামনা করি।
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ আল্লাহ তাদের ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে।..!! (সূরা আল-মায়িদাহ:৫৪)
আল্লাহর আনুগত্য ছাড়া আর কারো মধ্যে কোনো সম্পর্ক নেই। – উমর ইবনে আল খাত্তাব
আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকো, তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী । — মিশকাত
রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় – আল হাদিস
প্রতিটা মানুষের একটাই ভরসা,,আল্লাহ একদিন সব কিছুই ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ !
জন্মদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া ইয়া আল্লাহ আমাকে আপনার পথে চলার শক্তি দিন।
তোমাদের মধ্যে ভালো মানুষ তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। – শুনানে ইবনে মাজাহ ১১৫২