#Quote

আজকের এই আমি আমার দাদির জন্য। আমার সব সাফ্যলের ক্রেডিড আমার দাদির। আজ আমার দাদী আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। দোয়া করবেন সবাই আল্লাহ যেন আমার দাদিকে জান্নাতের মেহমান করে রাখেন।

Facebook
Twitter
More Quotes
মানুষের মনে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও, যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে , আর বেঁচে থাকে তোমাকে ভালোবাসে। - হযরত আলী (রাঃ)
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। আসুন আমরা সকলে মিলে এই মাসকে পবিত্রভাবে কাটাই এবং আল্লাহর রহমতের ভাগীদার হই।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূরণ করবেন। তিনি সব কিছুর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছেন।
অসুস্থতা শুধু কষ্ট নয়, এটি গুনাহ মাফেরও একটি উপায়। আল্লাহর ওপর ভরসা রাখো, সবকিছুই তাঁর রহমতের অংশ।
আল্লাহ যা দিবেন, সেটাই আমার জন্য সেরা হবে।
আল্লাহ আমার উপর মেহরবান হোক, তুমি একটি মেহরবান আল্লাহ।
যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় । - বুখারী শরীফ ৭৬৩
আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে সম্পন্ন করো। আর তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও। যদি তারা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের তাঁর অনুগ্রহে সচ্ছল করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যশীল, সর্বজ্ঞ।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাঁদলিক। অর্থঃ হে আল্লাহ আপনি আমার ভাগ্য খুলে দিন।
যে ব্যক্তি মানুষকে দয়া করেনা, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করেন না।