#Quote
More Quotes
“শবে বরাত” – ভাগ্যের রাত। আল্লাহর কাছে ভালো ভাগ্যের জন্য প্রার্থনা করুন।
তোমার ভবিষ্যত জীবনের ভবিষ্যতবাণী করার সবচেয়ে উত্তম পন্থা হলো তা তৈরি করা।— আব্রাহাম লিংকন
আর মানুষ এর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বল না, পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভংগীতে, আল্লাহ পছন্দ করেন না আত্নম্ভরী ও অহংকারীকে
আজকের রাতে, আল্লাহর নাম স্মরণ করুন, জিকির ও তাসবিহ পড়ুন।
একটা শিশুর হাসি, মায়ের ভালোবাসা,প্রকৃতির রঙ এসবই আল্লাহর সৃষ্টি, আর এসবেই থাকে তাঁর সান্নিধ্য।
যে ব্যক্তি দান দেয়, তার হাত আল্লাহর হাতের সাথে যুক্ত হয়। (সহীহ মুসলিম)
কেউ পছন্দ না করলে কি যায় আসে আল্লাহ তো আমাকে পছন্দ করেই বানিয়েছে আলহামদুল্লিলাহ
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো..!! (সূরা আন-নূর:৩১)
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। – আল হাদিস
পবিত্র শবে বরাতের রাত এমন একটি ফজিলত পূর্ণ রাত যে যত পাপী করা হোক না কেন আল্লাহ তাআলার কাছে সেই ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তিনি সব গুনা গুলো ক্ষমা করে দেন।