#Quote

শীত যেন এক উদাসী বাউল হাতে নিয়ে একতারা, বাজায় বৈরাগ্যের সুর।

Facebook
Twitter
More Quotes
শীত যেন এক উদাসী বাউল হাতে নিয়ে একতারা, বাজায় বৈরাগ্যের সুর।
বর্ষার পর উৎসবমুখর শরৎ কালের অবসানে গুটি গুটি পায়ে আগমন ঘটে শীতের পূর্বের হেমন্তের।
আমার শীতের সকালগুলো জানালার কাঁচের সামনে বসে কুয়াশা ঘেরা সকাল দেখতে দেখতেই কেটে যায়। কাঁচের উল্টো পাশে কুয়াশার কণা জমে থাকে, ঝাপসা করে দেয় বাইরের দৃশ্য। তাই এই ঝাপসা সকালই খুব সুন্দর বলে মনে হয়।
আসবে তোমার শীতের রাতি, আসবে নাকো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যে জন পার্শ্বে আসবে নাকো আর সে, পড়বে মন মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত বিছানায় কাটা হয়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে।
ও ফাগুন ঘুমায়ও না আর শীত এসে চলে গেল চুপিচুপি বলে গেল আর তো সময় নাই তব আঁখি মুদিবার।
শীতের অজু। গরমের রোজা। যৌবনের ইবাদত । -আল্লাহর কাছে খুব পছন্দনীয়।
একই চাদর জড়িয়ে..... প্রিয় মানুষটির সাথে, শীতের সকাল কাটানোর মুহূর্তটা অনেক ভালো লাগে।
নিরানন্দের আবরণকে ফেলে শীতের সকাল কথা বলে এক প্রাণচঞ্চল নতুন জীবনের।
তুমি যাবে ভাই? যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়? গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়?
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি, তুমি পাহাড়ের গায়ের ঝর্নার পানি, তুমি বর্ষার এক পসলা বৃষ্টি, তুমি সকালে উদিত সুর্যের আলো, তুমি হলে বন্ধু আমার অনেক ভালো। ‘শুভ কুয়াশা সকাল